ব্লগিং করার জন্য বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেমনঃ
১। Blogger
২। WordPress
৩। Wix
৪। Weebly
৫। Medium
৬। Ghost
৭। Tumblr
৮। Joomla
৯। Jimdo
এদের মধ্যে নতুনদের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ব্লগার ডট কম। এটি ব্যবহারে কোনো ঝামেলা নেই। নতুনদের জন্য এটি একটি পারফেক্ট প্লাটফর্ম। নতুনরা সহজেই এটি ব্যবহার করে আয় করতে পারেন।
তবে বিগত বছরগুলোতে ব্লগ লিখতে হলে শুধু মাত্র ইংরেজি ভাষায় লিখতে হতো। বর্তমানে বাংলা ভাষারও অনুমোদন দিয়েছে ব্লগার কর্তৃপক্ষ। ব্লগার হচ্ছে গুগলের অন্যতম একটি সার্ভিস।
No comments:
Post a Comment