একটি ব্লগার ব্লগ খুলতে কি কি লাগে? - BloggerTechPro

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, April 2, 2020

একটি ব্লগার ব্লগ খুলতে কি কি লাগে?


ব্লগার এ ব্লগিং শুরু করা খুব বেশি কষ্টের বিষয় নয়। ব্লগার এ ব্লগিং শুরু করতে যা যা লাগে সংক্ষেপে নিম্নে আলোচনা করা হলোঃ



১। ইচ্ছা শক্তিঃ ব্লগ খুললেই হবে না। এটি পরিচালনার জন্য দরকার ইচ্ছা শক্তি। কারন আপনি মাঝ পথে ব্লগটি ফেলে রাখলে আপনার কোনো আয় হবে না। আয় করতে হলে অবশ্যই এটিকে নিয়মিত পরিচালনা করতে হবে। নিয়মিত পোস্ট করে সচল থাকতে হবে। 

২। সময়ঃ আপনি ইচ্ছা পোষণ করেছেন ইন্টারনেটে ব্লগিং করার। কিন্তু আপনার পর্যাপ্ত সময় নেই। আমি বলবো তাহলে আপনি ব্যার্থ হবেন। আপনাকে প্রথম দিকে অবশ্যই সপ্তাহে ৩/৪ দিন ৪/৫ ঘণ্টা সময় দিয়ে ইন্টারনেটে ব্লগার বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করে মোটামুটি আয়ত্ত করতে হবে। তবে যখন আপনি ব্লগ পরিচালনা শিখে যাবেন তখন আপনার বেশি সময় লাগবে না। শুধুমাত্র পোস্ট লিখতে যতটুকু সময় লাগে। 

৩। একটি কম্পিউটার বা ল্যাপটপঃ ব্লগিং করতে অবশ্যই আপনার একটি কম্পিউটার বা একটি ল্যাপটপ থাকা বাঞ্ছনীয়। বেশি দামের কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে এমনটা নয়। মোটামুটি মানের যাতে আপনার ইন্টারনেট ব্যবহার করা যায়। 

৪। ইন্টারনেটঃ ব্লগিং করতে বা ব্লগ ব্যবহার করার জন্য আপনার কম্পিউটারে বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ অবশ্যই থাকতে হবে। সেটি হতে পারে ব্রডব্যান্ড, মডেম, বা মোবাইল থেকে। মোটামুটি মানের স্পিড হলেই হবে। 


৫। টাইপিং এর গতিঃ ব্লগিং মানে লেখালেখি। আর লেখালেখিতে আপনার টাইপিং এর গতি অবশ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করবে। টাইপিং এর গতি যত বেশি হবে ততোই সময়ের তুলনায় আপনার পোস্টের পরিমাণ বেশি হবে। তাই প্রতিদিন ১ ঘণ্টা করে টাইপিং অনুশীলন করতে হবে। 

৬। ইমেইল এ্যাড্রেসঃ আপনার একটি ইমেইল এ্যাড্রেস থাকতে হবে। আর এটি পেতে পারেন গুগলের একটি একাউন্ট খুলে। কারণ ব্লগার হচ্ছে গুগলের একটি অন্যতম সার্ভিস। আপনি কিভাবে গুগল একাউন্ট, জিমেইল বা ইমেইল এ্যাড্রেস খুলবেন সেটি এখান থেকে দেখে নিতে পারেন। 

৭। ধৈর্য্যঃ সর্বশেষ আপনার ধৈর্য্য ধারণ ক্ষমতা থাকতে হবে। আপনি ব্লগে লেখালেখি করলেন অনেক ধরনের লেখা পোস্ট করলেন তার মানে এই নয় যে রাতারাতি আপনার আয় শুরু হয়ে যাবে। একটু সময় লাগতেই পারে তাই আপনাকে অবশ্যই ধৈর্য্য ধারণ করতে হবে।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages