কিভাবে একটি ব্লগ খুলবেন? - BloggerTechPro

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, April 2, 2020

কিভাবে একটি ব্লগ খুলবেন?

ব্লগ খোলা একদম পানির মতো সহজ যদি আপনি মন দিয়ে কাজ করেন। তবে আপনাকে ইন্টারনেট বা গুগল মামা কে জিজ্ঞেস করে সব রকমের তথ্য খুঁজে বের করার দক্ষতা থাকতে হবে। তাহলে আপনি অনলাইনে কাজ করে মজা পাবেন। ব্লগে সাধারণত ছাত্র-ছাত্রীরা লেখালেখি করে থাকে। নিয়মিত ব্লগিং করে আপনিও পেতে পারেন জনপ্রিয়তা। ব্লগ খুলতে হলে আপনাকে বিভিন্ন ধাপে কাজ করতে হবে। ধাপগুলো নিচে ছবি সহ দেওয়া হলো।

১। আপনার কম্পিউটারের ডেক্সটপ থেকে যে কোনো একটি ব্রাউজারের শর্টকাট আইকন থেকে থেকে ব্রাউজারটি ওপেন করতে হবে।

২। এবার এ্যাড্রেস বারে www.blogger.com লিখে কী-বোর্ড থেকে ইন্টার চাঁপুন।

৩। এবার Sign In এ ক্লিক করুন। 

৪। এবার আপনার ইমেইল এ্যাড্রেস দিয়ে নেক্সট এ ক্লিক করুন।

৫। এবার পাসওয়ার্ড দিয়ে নেক্সট এ ক্লিক করুন।

৬। Create a new blog নামের একটি ইন্টাফেস আসবে। Title এর যায়গায় আপনার ব্লগটি কি নামে হবে তা লিখে দিন। এবার Next এ Click করুন। 

৭। এবার যে ইন্টাফেসটি আসবে সেই ইন্টাফেসটিতে Address             .blogspot.com এর যায়গায় কার্সর রেখে আপনার ব্লগটি যে এ্যাড্রেসে চলবে সেই এ্যাড্রেস লিখতে হবে। এ্যাড্রেসটিকে ব্লগ ইউআরএল ও বলা হয়। এবার Next এ ক্লিক করুন। 

৮। এবার Blogger Profile নামে একটি ইন্টারফেস আসবে। Display name এর স্থানে আপনার ব্লগ প্রোফাইলটি যে নামে দেখাতে চান সেই নাম লিখতে হবে। এবার Finish এ ক্লিক করতে হবে। 

৯। এবার আপনার ব্লগ তৈরি করা শেষ। যে ইন্টারফেসটি আপনার সামনে দেখতে পাবেন সেটি ই আপনার ব্লগের ইন্টারফেস। 




No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages