যেহেতু আপনি একটি ব্লগ তৈরি করেছেন বা খুলেছেন তাই ব্লগটি সচল রাখতে অবশ্যই ব্লগে লেখালেখি করতে হবে। আর লেখালেখি করার জন্য আপনাকে অবশ্যই যে সকল কাজ করতে হবে তা নিচে ছবি সহ আলোচনা করা হলোঃ
১। ইন্টারফেস এর বাম পাশে Post অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
২। আপনার ব্লগের নামের ডান পাশে New Post অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। তখন আপনার সামনে নতুন একটি পেইজ ওপেন হবে।
৩। পেইজটির ওপরের অংশের বাম পাশে আপনার ব্লগের নাম থাকবে। এবং নামের ডান পাশে Post অপশনের ডান পাশে একটি খালি ঘর দেখতে পাবেন। এই খালি ঘরটিতে আপনার পোস্টের টাইটেল বা শিরোনাম দিতে হবে।
৪। আপনার ব্লগের নামের নিচে Compose ও HTML আলাদা আলাদা দুটি অপশন রয়েছে। আপনি যখন পেইজে লিখবেন তখন লক্ষ্য রাখতে হবে যাতে Compose অপশনটি সিলেক্ট থাকে। আবার যখন HTML কোড দিয়ে পোস্ট ইডিট করবো তখন HTML অপশনটি সিলেক্ট থাকতে হবে। HTML অপশনের কাজগুলো আমরা পরবর্তীতে দেখবো।
এবার পেইজটির সাদা অংশের ভিতরে মাউস পয়েন্টার রেখে ক্লিক করুন। এর ফলে পেইজটির ভিতরে আপনি একটি কার্সরকে লাফাতে দেখবেন।
২। আপনার ব্লগের নামের ডান পাশে New Post অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। তখন আপনার সামনে নতুন একটি পেইজ ওপেন হবে।
৩। পেইজটির ওপরের অংশের বাম পাশে আপনার ব্লগের নাম থাকবে। এবং নামের ডান পাশে Post অপশনের ডান পাশে একটি খালি ঘর দেখতে পাবেন। এই খালি ঘরটিতে আপনার পোস্টের টাইটেল বা শিরোনাম দিতে হবে।
৪। আপনার ব্লগের নামের নিচে Compose ও HTML আলাদা আলাদা দুটি অপশন রয়েছে। আপনি যখন পেইজে লিখবেন তখন লক্ষ্য রাখতে হবে যাতে Compose অপশনটি সিলেক্ট থাকে। আবার যখন HTML কোড দিয়ে পোস্ট ইডিট করবো তখন HTML অপশনটি সিলেক্ট থাকতে হবে। HTML অপশনের কাজগুলো আমরা পরবর্তীতে দেখবো।
এবার পেইজটির সাদা অংশের ভিতরে মাউস পয়েন্টার রেখে ক্লিক করুন। এর ফলে পেইজটির ভিতরে আপনি একটি কার্সরকে লাফাতে দেখবেন।
No comments:
Post a Comment