ব্লগার পরিচিতি। - BloggerTechPro

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 16, 2020

ব্লগার পরিচিতি।

 ব্লগার পরিচিতিঃ

ব্লগার হচ্ছে গুগলের মালিকানাধীন এমন একটি পরিসেবা যা ব্যবহারকারীদের বিনামূল্যে তাদের ব্লগ প্রকাশ করতে দেয়। গুগল ২০০৩ সাল থেকে ব্লগারের মালিকানাধীন এবং তখন থেকে এর ব্যবহার বেড়েছে। কারণ এটি সম্পূর্ণ বিনামূল্যে এবং সহজেই ব্যবহারযোগ্য। ব্লগারের মাধ্যমে তৈরি ব্লগগুলি একটি Google একাউন্ট এর মাধ্যমে Access করা হয় এবং blogspot.com এ Host করা হয়। 

ব্লগারের ইতিহাসঃ 

১৯৯৭ সালের ১৭ই ডিসেম্বর Jorn Barge নামক এক ব্যক্তি সর্ব প্রথম Weblog শব্দটির উদ্ভাবন করেন। পরবর্তীতে Peter Merholz তার নিজস্ব ব্লগ Peterme.com এ অনেকটা কৌতুক করেই Weblog শব্দটিকে ভাগ করে Blog বলে সম্বোধন করেন। ১৯৯৯ সালের এপ্রিল বা মার্চের দিকে। তারপর থেকে Blog শব্দটির ব্যবহার বেড়ে যেতে থাকে। Evan Williams নামক এক ব্যক্তি Blog শব্দটিকে যথাক্রমে “বিশেষ্য” ও “ক্রিয়পদ” দু’ভাবেই কাজে লাগান। তিনিই Blogger পরিভাষাটির উদ্ভাবক। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages