ব্লগিং থেকে কি আয় করা যায়?
অবশ্যই ব্লগিং থেকে আয় করা যায়। আপনি যদি চাকরি অথবা পড়াশুনার পাশাপাশি Passive Income বা বাড়তি আয়ের পথ খুঁজে থাকেন তাহলে ব্লগিং হচ্ছে আপনার জন্য Best Choice. কেনোনা ঘরে বসে ব্লগিং এর মাধ্যমে ২/৩ ঘণ্টা কাজ করে ভালো একটি Amount আয় করতে পারবেন।
প্রায় সকল ছাত্র-ছাত্রী ই
কম বেশি চেষ্টা করি পড়াশুনার পাশাপাশি বাড়তি কিছু করার। আর এর মাধ্যমে যেনো আমাদের মোটামুটি হাতখরচ পাওয়া যায়। তবে কিভাবে করবো? এই একটি প্রশ্ন নিয়ে আমরা ঘুরপাক খেতে থাকি। এছাড়াও যারা চাকুরিজীবী তারাও অবসর সময়ে কিছু করার চেষ্টা করে থাকেন। আমারা বর্তমান যুগে খুব সহজেই আমাদের হাত খরচটাকে চুকিয়ে নিতে পারি সেটা খুব কম লোকেই জানি। অনেকেই জানি যে, অনলাইনে ইনকাম করা যায়। কিন্তু কিভাবে? অনলাইন বা ইন্টারনেট আমরা শুধু ব্যবহার করি ফেসবুকে ছবি আপলোড বা ছবি দেখা। নিজের মনের কথাগুলো প্রকাশ করা ইত্যাদি কাজে। ইউটিউবে ভিডিও দেখার কাজেও আমরা ইন্টানেট ব্যবহার করে থাকি। এছাড়াও বিভিন্ন গল্প পড়ার সময়ও আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি। কিন্তু আমরা কি একবারও ভেবেছি? আমি যে গল্পটি পড়ছি এই গল্পটি এখানে (ইন্টারনেটের পেইজে) এসেছে কিভাবে? কারা এগুলো লিখে? এগুলো লিখে তার কি লাভ হচ্ছে কিনা? আমি বলবো না! এগুলো আমরা কখনো ভাবি না। কিন্তু সত্যি কথা বলতে আমাদের এগুলো ভাবা উচিত। আমাদের এসব বিষয় সম্পর্কে জানা উচিত। যারা এসব লেখালেখি করে থাকেন তাদেরকে ব্লগার বলা হয়। ব্লগাররা অনলাইনে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে থাকেন। আপনার যে বিষয়ে ভালো দক্ষতা রয়েছে সে বিষয় নিয়ে আপনি লেখালেখি করতে পারেন। মনে করেন আপনি অনার্স প্রথম বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের একজন ছাত্র। তার মানে হিসাব বিজ্ঞান সম্পর্কে আপনার ভালো জ্ঞান রয়েছে। তারপর আবার আপনি বিগত বছরগুলোতে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণিতে ব্যবসায় শিক্ষা বিভাগে পড়াশুনা করেছেন। তাই আপনি অনার্স লেভেলে বসে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য হিসাববিজ্ঞান বিষয়ক বিভিন্ন অঙ্কের সমাধান, পরামর্শ, টেকনিক ইত্যাদি বিষয়ে লেখালেখি করতে পারেন। অর্থ্যাৎ আপনি যে বিষয়ে লিখতে চান সে বিষয়েই লিখতে পারবেন। এখানে কোনো বিধি নিষেধ নেই। আমরা আমাদের নিয়মিত প্রয়োজনীয় বিষয়গুলো গুগলে সার্চ দিয়ে সংগ্রহ করি। কিন্তু একবারও কি ভেবেছি যে, এগুলো ইন্টারনেটে বা গুগলে বা এসব পেইজে আসলো কিভাবে? ভাবেন নি! অথচ আমরা নিজের অজান্তেই অন্যকে আয়ের সুযোগ করে দিচ্ছি এসব পেইজ ভিজিট করে। তাই আপনিও এই সুযোগ গ্রহণ করে আয় করতে পারেন খুব সহজেই।
No comments:
Post a Comment