আপনি কেনো ব্লগিং করবেন?
একজন ব্লগার তার নিজস্ব মতামত, চিন্তা-গবেষণা, কলাকৌশল ও ফলাফল ব্লগে পোষ্ট আকারে প্রকাশ করতে পারেন। আবার অন্যের লেখা পোস্টে মন্তব্য, সমালোচনাও করতে পারেন। ব্লগারা সমাজের অসঙ্গতিগুলো তাদের লেখনির মাধ্যমে ব্লগে তুলে ধরেন। সমাজের চলমান, ঘটমান, আলোচিত শিক্ষনীয় বিষয়গুলো তুলে ধরেন। গাইতে গাইতে যেমন গায়েন তেমন ব্লগে লিখতে লিখতেই অনেকে লেখক হয়ে গেছেন। ইতিমধ্যে শুধু ব্লগে লেখালেখি করেই অনেক ব্লগার বই প্রকাশ করে লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার প্রয়াস পেয়েছেন। লেখক, গবেষক, কবি, সাহিত্যিক, ডাক্তার ইঞ্জিনিয়ার, আলেম-ওলামা, সাংবাদিক ব্লগিং করে ব্লগার হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
দেশের আর্ত সামাজিক উন্নয়নের জন্য ব্লগাররা অনেক ভূমিকা রাখতে পারেন। ব্লগাররা নিজেরা সুসংগঠিত থাকতে ভালবাসেন এবং তারা পরস্পরের প্রতি অনেক বেশি আন্তরিক। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্লগাররা নিজেদেরকে একই পরিবারের সদস্য মনে করেন।
No comments:
Post a Comment